১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক আন্তর্জাতিক দাওয়াহ সম্মেলন

by arif

বাংলাদেশের বৃহত্তম কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহাসম্মেলন—

‘আন্তর্জাতিক দাওয়াহ সম্মেলন ও কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান’।

বিজ্ঞাপন
banner

সম্মেলনের মাধ্যমে জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা এবং ইসলামী দাওয়াহ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সফর করেন ওলামায়ে কেরাম। সফরে তারা রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা ও বন্দর থানার মাদরাসা পরিদর্শন করেন এবং স্থানীয় আলেম সমাজের সঙ্গে মতবিনিময় করেন।

সফরে উপস্থিত ছিলেন জেলা সম্মেলনের আহ্বায়ক মাওলানা মুফিজুল ইসলাম, সদস্য সচিব মাওলানা দীন ইসলাম, সহকারী সদস্য সচিব মাওলানা মুহিউদ্দীন খানসহ জেলার প্রখ্যাত ওলামায়ে কেরাম।

ওলামায়ে কেরাম সফরকালে জানান, “এই দাওয়াহ সম্মেলনের মাধ্যমে তরুণ প্রজন্মকে কুরআন-সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থার দিকে আহ্বান জানানো হবে এবং কওমি মাদরাসা শিক্ষার্থীদের সাফল্যকে জাতীয়ভাবে তুলে ধরা হবে।”

মাওলানা মুহিউদ্দীন খান জানান, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা এবং ইসলামি দাওয়াহর গুরুত্ব সমাজে তুলে ধরা।”

আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য এই সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আলেম ও দাঈগণ অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

সম্মেলনস্থল, প্রধান অতিথি ও কর্মসূচির বিস্তারিত পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ