১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশেষ অভিযানে বিভিন্ন নয় অপরাধীকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ

by arif

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর হাতিরঝিল থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত নয় জনকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ কামাল হোসেন (৪৪) ২। মোঃ নুরে আলম (৪৫) ৩। মোঃ ওসমান (৩৯) ৪। মোঃ আব্দুর রহমান (৫৬) ৫। মোঃ বিল্লাল গড়ামী (৩০) ৬। মোঃ রনি (২৫) ৭। মোঃ শুভ ইসলাম কাউছার (২৪) ৮। বাপ্পী শিকদার (৩৫) ও ৯। মনিরুজ্জামান বাপ্পী ওরফে বাপ্পী শিকদার (৩২)।

বিজ্ঞাপন
banner

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে নয় জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, অজ্ঞান পার্টির সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ