১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশ

by arif

ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বেশ কিছু দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর থেকে মহাসমাবেশের কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষক ও কর্মচারীরা মিছিল নিয়ে আসছেন।

বিজ্ঞাপন
banner

মহাসমাবেশে আগতদের প্রত্যাশা, কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষক-কর্মচারীদের দাবির পক্ষে অবস্থান নেবেন।

মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা ও পেশাজীবী নেতারা।

দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মহাসমাবেশ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ